প্রানঘাতী করোনা ভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। কিন্তু শুক্রবারেও আক্রান্তের সংখ্যা ছিল ১০ লাখের মত। তার মানে মাত্র একদিনের ব্যবধানে নতুন করে এক লাখেরও বেশি মানুষ আক্রাত হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যনুযায়ী, সারাবিশ্বে এখন করোনায় আক্রান্ত ১১ লাখ ২৮৩ জন। ৫৮ হাজার ৯২৯ জন মারা গেছেন।
আক্রানেতর দিক থেকে সবার উপরে যুক্তরাষ্ট্র। অন্তত ২ লাখ ৭৭ হাজার ৯৬৫ জন আক্রান্ত দেশটিতে।
ইউরোপের অবস্থা ভয়াবহ। ইউরোপের দেশ ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন, জার্মানিতে ৯১ হাজার ১৫৯ জন এবং স্পেনে ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন।
ইতালিতে করোনা ভাইরাসে মারা গিয়েছে ১৪ হাজার ৬৮১ জন। যা ইরোপের দেশ গুলোর মধ্যে সর্বোচ্চ। ১১ হাজার ১৯৮ জন মারা গিয়েছে স্পেনে।
তাছাড়া যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৩ হাজার ৬০৫ জন। ফ্রান্সে ৬ হাজার ৫০৭ জন।
এখন পর্যন্ত সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৬৯ জন।
চীনে সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়েছেন। দেশটিতে ৮২ হাজার আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছে প্রায় ৭৭ হাজার।
ইতোমধ্যেই সারাবিশ্বের ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
আনন্দবাজার/এস.কে