কাপ্তাই উপজেলা ৪নং কাপ্তাই ইউপি এলাকায় বিশ্ব মহামারি করোনার প্রকোপে কর্মহীন মোট ৩৮৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। যেখানে সরকারি সহায়তায় কাপ্তাই ইউপি কতৃক ২৫০ টি, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতি কতৃক ৫৩টি এবং কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ হতে ৮০ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) কাপ্তাই ইউপি কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রানবিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা ভাইস চেয়্যারম্যান নাছির উদ্দিন, ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন, সহ সভাপতি লোকমান আহমেদ, সাধারন সম্পাদক ফজলুল হক সহ কাঠ ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত থেকে এই ত্রান কার্যক্রমে সহযোগীতা করেন।
আনন্দবাজার/শাহী