ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাশের মিছিল থামছে না স্পেনে

লাশের মিছিল থামছেই না ইউরোপের দেশ স্পেনে। দেশটিতে প্রতিদিন শত শত মানুষ প্রান হারাচ্ছে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে মারা গিয়েছে আরও ৯৩২ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৯৩৫ জন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক দিয়ে ইউরোপের আরেক দেশ ইতালির পরেই রয়েছে স্পেন। সারাবিশ্বে এখন পর্যন্ত ইতালিতে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে এখন পর্যস্ত মোট মারা গিয়েছে ১৩ হাজার ৯৭৪ জন। মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৯৫ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১৮ হাজার ২৭৪ জন।

শুক্রবার পর্যন্ত সারাবিশ্বে মারা গিয়েছে ৫৩ হাজার ২৭১ জন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন