রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার থেকে ১০ টাকায় চাল বিক্রি করবে সরকার

করোনা ভাইরাসের প্রভাবে দেশের শ্রমজীবী মানুষ যখন অচল, ঠিক সেই সময়েই সরকার ঘোষণা দেয়, দেশে খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য দশ টাকা ধরে চাল দিবে। আগামী রবিবার থেকে ঢাকাসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে।

বর্তমানে খোলাবাজারে ওএমএসের চালের দাম প্রতি কেজি ৩০ টাকা। সেটি কমিয়ে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী  ৫ এপ্রিল হতে বিক্রি শুরু হবে।

খাদ্য মন্ত্রণালয়েরএক নীতিমালায় বলা হয়েছে, একজন লোক সপ্তাহে একবার জাতীয় পরিচয়পত্র দেখিয়ে পাঁচ কেজি চাল কিনতে পারবে। এক পরিবার থেকে একজনের বেশি কেউ চাল কিনতে পারবেন না। সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। ঢাকায় প্রতি কেন্দ্রে দৈনিক তিন টন এবং ঢাকার বাইরে প্রতিটি কেন্দ্রে দুই টন করে চাল দেয়া হবে।

বাজারে এখন মোটা চালের কেজি ৩৮ থেকে ৫০ টাকা, যা গত মাসের শুরুতে ৩৫ থেকে ৩৮ টাকার মধ্যে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেয়া ভাষণে ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজিতে চাল বিক্রির কথা বলেন।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা

সংবাদটি শেয়ার করুন