ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও দুইজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আইইডিসিআরের করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে আরও ১৪১ জনের। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি পাওয়া গেছে। ফলে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন করে এই ভাইরাসে কেউ মারা যায়নি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন