ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ীতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রানঘাতী করোনা ভাইরাস রোধে ঘর বন্দী হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। এই দুস্থ এবং খেটে খাওয়া মানুষদের বাড়ীতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার বিকালে তিনি আশুলিয়ার কন্ডা মাঁঝিপাড়া এলাকায় এসে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রায় ৭৫০০ দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং ১ কেজি লবণের প্যাকেট বিতরণ করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়েছেন সারাদেশে সাধারণ ছুটি দেওয়ায়। ফলে তারা খাদ্য সংকটে পড়েছে। তাই সরকার সহ আমরা নিজ উদ্যােগে ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছি।

বিতরণের সময় উপস্থিত ছিলেন-স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন