করোনা ভাইরাস সংক্রমন রোধে সৈয়দপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কিছু তরুণ একত্রিত হয়ে দশ দিনের একটি কর্মসূচী হাতে নিয়েছে। ইতিমধ্যে টানা ৬ দিন কাজ করায় এলাকায় এসব তরুনের প্রশংসা ছড়িয়ে পড়েছে। কর্মসূচীর মধ্যে পুরো এলাকায় সচেতনতা মুলক মাইকিং করা, লিফলেট বিতরন ও সচেতনতা মূলক স্টীকার সবার বাসার গেটের সামনে লাগানো। করোনাভাইরাস মুক্ত রাখার জন্য পুরো এলাকা জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যহত রয়েছে। কর্মসূচীর ৫ম ও ৬ষ্ঠ দিনে বিতরন করা হয়েছে দুঃস্থদের মাঝে খাবার।
ওইসব তরুনদের মধ্যে মালেক উজ জামান সবুজ নামে এক তরুনের সাথে কথা হয়। তিনি জানান, নিজেদের অর্থ যোগান দিয়ে এসব কাজ করছি। দুই দিন কাজ করার পর আমাদের এসব কর্মসূচী বাস্তবায়ন করতে দুইজন প্রবাসী সাহয্যের হাত বাড়িয়ে দেয়ায় আমরা নতুন এলাকার মানুষদের সহযোগিতা করতে পারছি।
আনন্দবাজার/এফআইবি