কর্মহীন শ্রমজীবী ৫ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন হিরো আলম। বগুড়া সদর, শেরপুর, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে তিন দিন ধরে ভ্যানে করে ঘুরে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, আটা, মসুর ডাল, সয়াবিন তেল ও লবণ।
সুন্দরী বেওয়া (৬০) নামের বৃদ্ধা, মানুষের বাড়িতে ভিক্ষা করে যার দিন চলত। করোনাভাইরাস প্রতিরোধে বাইরে বের হওয়া বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে শেরপুরের বনমরিচা গ্রামে ঐ বৃদ্ধার বাড়িতে ব্যাগভর্তি চাল, ডাল, তেল, লবণ নিয়ে হাজির হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ঐ বৃদ্ধার মত করোনার কারণে বিপাকে পড়া ৫ শতাধিক পরিবারের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন তিনি।
হিরো আলম ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। আচার বিক্রি থেকে শুরু করে হয়েছেন সিডি ক্যাসেট বিক্রেতা। অনেক কাঠ খড় পুড়িয়ে একসময় সফলতা পান কেবল সংযোগ ব্যবসা করে। একসময় শখ করে মিউজিক ভিডিও বানিয়ে অভিনয় শুরু করেন। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলে আসেন আলোচনায়। এরপর অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রেও।
আনন্দবাজার/ডব্লিউ এস




