শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেতন কম নেয়ার ঘোষণা বার্সেলোনার খেলোয়াড়দের

ক্লাবের কর্মচারীদের বেতন নিশ্চিতে ৭০ ভাগ বেতন কম নেবেন বার্সেলোনার খেলোয়াড়রা। এমনকি কর্মচারীদের বেতন শতভাগ নিশ্চিত করতে ক্লাবের কোষাগারে অর্থ জমাও দিবেন মেসি, সুয়ারেজ আর অ্যান্তনিরা।

স্প্যানিশ সংবাদ মাধ্যম কিছুদিন ধরেই বেতন কমানো নিয়ে বার্সা খেলোয়াড়ের অসন্তোষের ব্যাপারটি প্রচার করে আসছিল। শোনা যাচ্ছিল ৭০ শতাংশ বেতন কমানোর ব্যাপারে অনাগ্রহী মেসির দল। গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের বেতন কম নেওয়ার ব্যাপারটা জানালেন লিওনেল মেসি। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে বিষয়টি জানান মেসি।

লিওনেল মেসি বলেন, আমার মনে হয় ঘোষণার সময় এসেছে। আমরা আমাদের বেতনের ৭০ শতাংশ কম নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এর সঙ্গে আরো অর্থ যোগ করে ক্লাবের স্টাফদের শতভাগ বেতন পাওয়ার ব্যাপারটিও আমরা নিশ্চিত করতে চাই।

এছাড়া বার্সেলোনার অন্য ক্রীড়া দলের সদস্যরাও বেতন কম নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা ফাতি

সংবাদটি শেয়ার করুন