করোনা আতঙ্কে কলকাতার বিভিন্ন জেল থেকে প্রায় তিন হাজার কারাবন্দীকে জামিন বা প্যারলে মুক্তি দিচ্ছে সরকার। এই ভাইরাস থেকে বন্দীদের রক্ষা করতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছ কারা সূত্র।
জানা যায়, ইতিমধ্যেই ৩ হাজার কারাবন্দীর একটি তালিকা তৈরি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালিকার মধ্যে ২ হাজার জন বিচারাধীন মামলার এবং এক হাজার জন সাজাপ্রাপ্ত বন্দীর নাম রয়েছে। সূত্র-এনডিটিভি
সোমবার (৩১ মার্চ) কারা দফতরের এক কর্মকর্তা জানান, ‘সব আইনি প্রক্রিয়া মেনে আমরা ৩ হাজার জনের একটি তালিকা তৈরি করেছি। তাদের বিচার যে আদালতে হয়েছে বা হয়ে গিয়েছে, সেখানে তাদের তালিকা পাঠানো হয়েছে। আদালতেই সিদ্ধান্ত নেওয়া হবে কাদের ছাড়া হবে, কাদের কারাবন্দী করেই রাখা হবে’।
জানা যায়, তৈরি হওয়া তালিকায় সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন বন্দী মিলিয়ে যাদের সর্বোচ্চ ৭ বছর জেল হয়েছে বা হতে পারে তাদের রাখা হয়েছে। এদিকে পুরো রাজ্যে ৬০টি জেলে ২৫ হাজার বন্দী রয়েছে। যাদের মধ্যে ৭ হাজার জন সাজাপ্রাপ্ত এবং বাকিরা বিচারাধীন।
আনন্দবাজার/শাহী