শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় কোহলি-আনুশকার ৩ কোটির অনুদান

করোনাভাইরাস মোকাবেলায় ৩ কোটি টাকা অনুদান দিলেন কোহলি ও আনুশকা দম্পতি। ভিরাট কোহলি এবং আনুশকা শর্মা যৌথভাবে এই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর করোনা ফান্ডে দান করেছেন। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানিয়েছেন ভিরাট কোহলি।

টুইটারে ভিরাট লিখেছেন, প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমি এবং আনুশকা নিজেদের সমর্থন জানাচ্ছি। সাধারণ মানুষের কষ্ট দেখে মন ভেঙে যাচ্ছে আমাদের। আশা করি আমাদের এই অনুদান কোনোভাবে দেশের মানুষের কষ্ট দূর করতে কাজে আসবে। ভারত লড়ছে করোনার বিরুদ্ধে।

কোহলির এ টুইটে টাকার পরিমাণ উল্লেখ না থাকায় আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল। টাকার অঙ্ক প্রকাশ না করায় একপক্ষ বাহবা দিলেও, অল্প পরিমাণে দান করায় সেটি প্রকাশ করেননি কোহলি বলে গুঞ্জন তুলেছিল আরেক পক্ষ।

তবে আলোচনা সমালোচনা বেশিদূর গড়ানোর আগেই জানা যায় কোহলি-আনুশকা দানকৃত অর্থের পরিমাণ। বলিউডভিত্তিক একটি সংবাদমাধ্যমে এই তারকা দম্পতির ৩ কোটি দানের বিষয়টি উঠে আসে। তবে সঙ্গতকারণেই সেটি প্রকাশ করেননি ভিরাট কোহলি এবং আনুশকা শর্মা।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  করতালিতে অভিনন্দন করা হলো করোনাজয়ীদের

সংবাদটি শেয়ার করুন