শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা শনাক্তে কিটের অভাব নেই : স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস পরীক্ষার উপকরণ কিটের কোনো অভাব নেই এবং করোনা পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩০ মার্চ) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআরের সঙ্গে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় আমাদের চিকিৎসার কোনো অভাব নাই। কিটসের কোনো অভাব নাই। আমাদের পিপিই’র অভাব নাই। এবং করোনা পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি। যারা পিপিই ব্যবহার করছেন, তারা যেন যথাযথভাবে এর ব্যবহার করেন। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছু ডাক্তার ঠিক মতো কাজ করছে না এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের এগিয়ে আসার আহ্বানও জানান।

তিনি আরও বলেন, করোনা পরীক্ষায় জন্য ইতোমধ্যে ১১টি ল্যাব স্থাপনা করেছি। এবং আরও ১৯ টি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। এই ল্যাবে স্যাম্পল সংগ্রহের কাজ যারা করবেন, তাদের বিশেষ প্রশিক্ষণ দিবয়েছিল । কুয়েত-মৈত্রী হাসপাতালসহ বেশ কয়টি হাসপাতালে প্রায় ২শ আইসিইউ ইউনিট স্থাপন করেছি। এইগুলোর মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধা রয়েছে।

এছাড়া করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রশংসা করেছে বলেও জানান মন্ত্রী।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  দাম বেড়ে গেল এলপিজির

সংবাদটি শেয়ার করুন