ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় ইতালি ও স্পেনে মৃতের সংখ্যা ১৩শ ৮০জন

প্রাণঘাতী করোনাভাইরাসে পাল্লা দিয়ে লাশের মিছিল বেড়েই চলেছে ইতালি ও স্পেনে। মৃত্যুর রাজ্যে পরিণত হয়েছে দেশ দুটি।

গেল ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭৫৬ জনের। অন্যদিকে স্পেনে মারা গেছে ৬২৪ জন। অর্থ্যাৎ গেল ২৪ ঘন্টায় দেশ দুটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩শ ৮০জন। এ নিয়ে ইতালিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৭শ ৭৯ জনের এবং স্পেনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬শ ৬ জনে।

আজ রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ২০২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে করোনাভাইরাস। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। বর্তমানে দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এ রোগ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন