ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা না যেতেই চীনে বন্যপ্রাণীর বাজার চালু

গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হয় করোনাভাইরাসের। উহানের একটি বন্যপ্রাণী বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। যে কারণে চীনের সকল বন্যপ্রাণীর বাজার বন্ধ করা দেয়া হয়েছিল। করোনার রেশ কাটতে না কাটতেই চীনে আবারো চালু হল বন্যপ্রাণীর বাজার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত গুলিন এবং দক্ষিণে অবস্থিত দংগুয়ান শহরে শনিবার (২৮ মার্চ) বন্যপ্রাণী বাজার চালু হয়। এর পরপরই সেখানে লোক সমাগম বেড়ে যায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার প্রকোপ কমে যাওয়ার কারণে তারা নতুন করে আবারো বাজার চালু করেছে।

এদিকে এসব বন্যপ্রাণীর বাজারে অপরিচ্ছন্ন ভাবেই বেচা-কেনা হচ্ছে বলে ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চীনের এক সাংবাদিক জানিয়েছেন, সবাই মনে করে চীনে করোনার প্রকোপ কমে গেছে। আর এ নিয়ে চিন্তার কিছু নেই। এখন এটা বাইরের দেশের সমস্যা।

চীন থেকে ছড়ালেও বর্তমানে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। এখন পর্যন্ত এই ভাইরাসে পুরো পৃথিবীতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬৫ হাজার মানুষ এবং মারা গেছে ৩০ হাজার ৯শ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন