ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আইসোলেশনে থাকা বৃদ্ধের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনো আইসোলেশন ইউনিটে পর্যবেক্ষণে থাকা ৭০ বছরের একজন রোগী মারা গেছেন। আজ রোববার সকাল নয়টার দিকে মারা যান তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। যক্ষ্মা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

খুলনার সিভিল সার্জন সুজাত আহমেদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, মারা যাওয়া ব্যক্তি পুরাতন যক্ষ্মা রোগী। বারবার কাশি হওয়ায় সাবধানতার জন্য করোনা আইসোলেশন ইউনিটে তাকে রাখা হয়েছিল। সার্বিক বিষয় জানিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে চিকিৎসকেরা যোগাযোগ করেছিলেন। সেখান থেকে জানানো হয়, তার নমুনা পরীক্ষার প্রয়োজন নেই। সে কারণে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন