ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুদি দোকানের সামনে বৃত্ত একে দিলো ধামরাই থানা পুলিশ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য বৃত্ত চিহ্নিত করণের মাধ্যমে দূরত্ব নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করেছে ধামরাই থানা পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এর নির্দেশনায় শনিবার(২৮ মার্চ) ধামরাই বাজারের বিভিন্ন মুদি ও কাঁচা তরকারির দোকানের সামনে এসব বৃত্ত চিহ্নিত করা হয় বলে জানান, ধামরাই থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ মাসুদুর রহমান।

সরেজমিনে দেখা যায় ধামরাই বাজারের বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানের সামনে লাল রং দিয়ে নিরাপদ দূরত্বে বৃত্ত চিহ্ন এঁকে দেয়া হয়েছে। গ্রাহকরা নির্দিষ্ট দূরত্বের এসব বৃত্তে দাঁড়িয়ে একের পর একজন পণ্য সংগ্রহ করছে।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, করোনাভাইরাস কারো শরীর থেকে সহজেই যাতে অন্যের শরীরে সংক্রমণ ঘটাতে না পারে সেজন্য জরুরী প্রয়োজনে একের অধিক লোক একত্রিত হওয়ার জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়ানোর নির্দেশনা রয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করতেই জেলা পুলিশের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে সহজেই সাধারণ মানুষ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর সুযোগ পাবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, গণসচেতনতা তৈরী, গণজমায়েত বন্ধ ও বিশৃঙ্খলা প্রতিরোধসহ করোনা মোকাবেলায় নানা কর্মসূচি পালন করে আসছে ধামরাই থানা পুলিশ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন