যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশবিরোধী বক্তব্য দিয়ে এনজিওকর্মী প্রিয়া সাহার বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ করার চক্রান্তে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা জড়িত বলে সন্দেহ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।
সরকারের দুই মন্ত্রী ও দলটির কেন্দ্রীয় দুই নেতা বলেন, প্রিয়া সাহার ওই অনুষ্ঠানে যাওয়ার পেছনে এস কে সিনহা জড়িত। সেখানে কী বলতে হবে সে পরামর্শও দিয়েছেন তিনি।
এস কে সিনহার সঙ্গে প্রিয়া সাহার জানাশোনা আছে জানিয়ে আওয়ামী লীগের ওই নেতারা বলেন, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেছে, তাতে তার যোগসূত্র পাওয়া গেছে।