ঢাকা | বুধবার
৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত হলো করোনাভাইরাস এর ছবি

এবার মরণঘাতী করোনাভাইরাসের ছবি প্রকাশ করল ভারত। পুণের বিজ্ঞানীদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে তোলা ছবিটি সম্প্রতি প্রকাশ করেছে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ।

পুণের ‘ন্যাশনাল ইনস্টিটউট অব ভাইরোলজি’ (এনআইভি)-র ‘ইলেকট্রন মাইক্রোস্কোপি অ্যান্ড প্যাথোলজি’ বিভাগ থেকেই মূলত এই ছবি প্রকাশ করা হয়েছে। চীনের উহান থেকে ফেরত আসা এক করোনা আক্রান্তের গলা থেকে নমুনা সংগ্রহ করেছিল বিজ্ঞানীরা। পরে গবেষণাগারে ঐ নমুনা বিশ্লেষণ করার সময় ছবিটি তোলা হয়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নোভেল করোনাভাইরাস বা সার্স-কোভ-২ ভাইরাসের সঙ্গে মিল রয়েছে মার্স-কোভ এবং সার্স-কোভ ভাইরাসের। প্রথমটি ২০১২ সালে পশ্চিম এশিয়ায় ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ বা ‘মার্স’ ঘটিয়েছিল। দ্বিতীয়টি ২০০২ সালে ‘সিভিয়ার রেসপিরেটরি সিনড্রোম’ বা ‘সার্স’-এর জন্য দায়ী।

আইসিএমআর-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল নির্মল গঙ্গোপাধ্যায় বলেন, এই ছবির মাধ্যমে ভাইরাসটির জিনগত উৎপত্তি ও তার বিবর্তন সম্পর্কে জানা যাবে। এনআইভি-তে কেরলের পড়ুয়ার লালারস থেকে পাওয়া নমুনার জিন-সিকোয়েন্সিং করা হয়েছিল।

উহানে করা পরীক্ষার রিপোর্টের সঙ্গে ৯৯.৯৮ শতাংশ মিলে গেছে পুণের এই রিপোর্ট। ইলেকট্রন মাইক্রোস্কোপি অ্যান্ড প্যাথোলজি বিভাগের প্রধান অতনু বসু বলেন, ভাইরাসটির নমুনা সংরক্ষণ করা হয়েছিল। সেটিকে পরীক্ষা করে দেখা গিয়েছে, ভাইরাসটি ৭৫ ন্যানোমিটার (১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ) দীর্ঘ। গায়ে গ্লাইকোপ্রোটিন স্পাইক। কার্যকরী ভ্যাকসিন দ্রুত আবিষ্কার করতে হলে ভাইরাসটিকে জানা জরুরি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন