সারাবিশ্বে একদিনে সর্বোচ্চ ৩ হাজার দুইশ’ জন মারা গিয়েছে প্রানঘতী করোনা ভাইরাসে। ২৭ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। বিশ্বের ১৯৯টি দেশ ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ মানুষ।
ইতালিতে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। দেশটিতে একদিনে মারা গিয়েছে আরও ৯১৯ জন। মোট মারা গিয়েছে ৯ হাজার ১৩৪জন। দেশটিতে ৮৬ হাজার ৪৯৮ জন আক্রান্ত হয়েছেন। ১০ হাজার ৯৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪শ’ জনের। নতুন করে আক্রান্ত প্রায় ১৮ হাজার। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। নিউইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ।
গত ২৪ ঘন্টায় ৭৭৩ জন মারা গিয়েছে স্পেনে। ৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। দেশটিতে ৫ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত ৬৫ হাজারের বেশি।
গত ২৪ ঘন্টায় ইরানে ১৪৪, নেদারল্যান্ডে ১১২, জার্মানিতে ৮৪, বেলজিয়ামে ৬৯, ফ্রান্সে ২৯৯, যুক্তরাজ্যে ১৮১, সুইজারল্যান্ডে ৩৯ জনের মৃত্যু হয়েছে।
আনন্দবাজার/এস.কে