পুরো বিশ্ব এখন বিপদে চীনের জন্য। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের আদালতে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা করেছে এক মার্কিনি। চীনের সরকার, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়েছে এই মামলায়।
টেক্সাসের আদালতে করা এই মামলায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই চীনের উহানে প্রাণঘাতী ভাইরাস নিয়ে গবেষণা চলমান ছিল। যেকোনো ভাবে ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এবং তৈরী হয়েছে ভয়াবহ পরিস্থিতি।
মার্কিন সেলিব্রেটি ল্যারি ক্লেইমান চীনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন টেক্সাসের আদালতে। তিনি মামলায় জানান, চীন জৈব রাসায়নিক মারণাস্ত্র বানানোর কাজ করছিল। আর একারণেই মহাবিপদে বিশ্ব মানবসভ্যতা। ইতোমধ্যেই টেক্সাসের আদালত মামলাটি গ্রহণ করেছে।
আনন্দবাজার/এস.কে