ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় পানির চেয়েও কম দামে পওয়া যাচ্ছে দুধ

বাজারে এখন এক লিটার পানির দাম ২৫ টাকা, কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। দু’দিন ধরে উপজেলার হাট-বাজারে পানির থেকেও কম দামে পাওয়া যাচ্ছে দুধ। অথচ ৩ দিন আগেও সেখানে প্রতি লিটার দুধ ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

উপজেলার নলসোন্ধা গ্রামের দুধ ব্যবসায়ী বাহাদুর আলী ও সুজা গ্রামের খামারী শাহ আলম বলেন, প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে ২৫ মার্চ থেকে উপজেলার সব ধরনের মিষ্টির দোকান, ঘোল উৎপাদনের কারখানা, রেস্টুরেন্ট থাকায় কোনো জায়গায় দুধ সরবরাহ করতে পারছেন না বিক্রেতারা। তাই দুধের দাম অস্বাভাবিক কমে গেছে। পরিবারের প্রয়োজনে তারা এখন ২০ থেকে ২৫ টাকা লিটার দরে দুধ বিক্রি করছেন।

বিক্রেতারা জানান, দুধের ক্রেতা অনেক কম গ্রামাঞ্চলে। লোকজন করোনা আতঙ্কে কারোর কাছ থেকে দুধ কিনতে রাজি হচ্ছেন না। তাই তারা আশঙ্কা করছে উৎপাদিত দুধ নিয়ে আগামী দিনগুলোতে আরও বিপদের সম্মুখীন হতে হবে তাদের।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন