প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ মার্চ ভারতের পাঞ্জাবে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত পাঞ্জাবে ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। জানা যায় ৩৩ জনের মধ্যে ২৩ জনই ওই মৃত ব্যক্তির সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছে।
মৃত ব্যক্তির বয়স ৭০ বছর ছিল। তিনি গুরুদুয়ারার কর্মী ছিল। গত ৬ মার্চ তিনি ইতালি ও জার্মানি সফর শেষ করে দেশে ফিরেছিলেন। পাশের গ্রামের দুই সঙ্গী ছিলেন তার সাথে। তিনি অনেকের সঙ্গেই মিলিত হন কোয়ারেন্টিনের নিয়ম না মেনে।
তারপর তিনি আনন্দপুর এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত থাকেন। সেখান থেকে নিজের বাড়ি শহিদ ভগৎ সিংহ নগর জেলায় ফেরেন।
তার পরিবারের ১৪ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে। মৃত ব্যক্তি ও তার দুই সঙ্গীর অবহেলার কারণেই এত সংক্রমণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
এখন পর্যন্ত ৭৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন ভারতে। ৩৭ জন মারা গেছেন।
আনন্দবাজার/এস.কে