ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অকারণে বাইরে বেরুলে জেল-জরিমানা

গণজমায়েত কিংবা অহেতুক রাস্তায় দাঁড়িয়ে গল্প-গুজব নিষিদ্ধ রাখা হয়েছে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার সরকারি আহ্বানের কারণে অঘোষিত এই নিষেধাজ্ঞা চলছে। সরকারি এই নির্দেশনা অমান্যকারীদের দেওয়া হচ্ছে জেল-জরিমানা।

করোনা রোধে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে থাকতে আর সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে সরকার থেকে। এছাড়া সংক্রমণ রোধে সাধারণ মানুষকেও দেয়া হয়েছে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ। বিরত থাকতে বলা হয়েছে অকারণে বাইরে ঘোরাঘুরি থেকে।

বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের গণ পরিবহন, চলছে না যাত্রীবাহী নৌযান। জরুরী দরকারে ট্রাক-কাভার্ডভ্যান, এ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি চলছে। ঔষুধ ও খাদ্য দ্রব্য ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ আছে।

বিদেশ ফেরতরা ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না মানলে দেওয়া হচ্ছে জেল জরিমানা। সরকারি নির্দেশনা অমান্য কিংবা কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিলে হতে পারে ৩ মাসের জেল অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

কেউ সংক্রামক জীবাণু ছড়াতে বা ছড়ানোয় সহায়তা করলে শাস্তি ৬ মাসের জেল কিংবা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয়টি। এছাড়া কেউ সংক্রমণ রোগের তথ্য গোপন করলে ২ মাস থাকতে হতে পারে জেলে অথবা ভাগ্যে জুটতে পারে ২৫ হাজার টাকার দণ্ডও।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন