সাভার মডেল থানায় ফোন করে বাসার প্রয়োজনীয় ভোগ্যপণ্যের কথা জানালে পুলিশ নিজ দায়িত্বে সেই পণ্য বাসায় পৌঁছে দেবে। এরপরেও বাসা থেকে বের না হওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে এমন কার্যক্রম শুরু করে থানা এলাকায় মাইকিং করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
তিনি আজ সাভারের বিভিন্ন অলি-গলিতে সামাজিক দুরত্ব বজায় রাখা ও চলাচলে শৃংখলা ফেরাতে নিরলস কাজ করে যাচ্ছেন।
সাভারের ছায়াবিথি এলাকায় মুদি দোকানে অতিরিক্ত ভীর দেখে তিনি সকলকে বাসায় যেতে অনুরোধ করেন। এ সময় তিনি সবাইকে বলেন, আমরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের যা কিছু প্রয়োজন তার জন্য সাভার মডেল থানায় ফোন করুন। আমাকে জানান। প্রয়োজনে আমি ওসি নিজে আপনার বাসার বাজার করে আপনার বাসায় পৌঁছে দেব। তবুও আপনারা শৃংখলা ভঙ্গ করে সমাজকে ঝুঁকিতে ফেলবেন না।
সাভারের বিভিন্ন এলাকায় ওসি এএফএম সায়েদ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করলে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক নিজ নিজ ঘরে অবস্থান করলে এই যুদ্ধে জয় সহজ হবে। তাই আপনারা নিজ-নিজ ঘরে অবস্থান করুন। আপনাদের নিরাপত্তায় এবং প্রয়োজনে আমরা বাইরে আছি। আপনারা ঘরে থাকুন। পুলিশকে অর্ডার করুন কি করতে হবে। পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত। তারপরেও ঘরে থাকুন। সরকারকে সহযোগিতা করুন। করোনা যুদ্ধে আমরা সফল হবো ইনশাআল্লাহ।
আনন্দবাজার/শাহী