ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন’শ পরিবারকে খাদ্য সহায়তা দিবেন মাশরাফি

করোনাভাইরাসের এই প্রকোপের সময়ে নিম্নবিত্ত পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তিগত তহবিল থেকে তিনশ নিম্নবিত্ত পরিবারকে খাদ্য সহায়তা দিবেন তিনি।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে গোটা দেশ বর্তমানে আছে অঘোষিত লক-ডাউনে। কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষগুলো।বিশেষ করে দিনমজুরদের অবস্থা খুবই খারাপ। তাদের কথা চিন্তা করেই এগিয়ে এসেছেন মাশরাফি।

নড়াইল এবং লোহাগড়ার তিনশ পরিবারকে মাশরাফির তহবিল থেকে দেয়া হবে খাদ্য সহায়তা। এর মধ্যে প্রত্যেক পরিবারের জন্য থাকবে পাঁচ কেজি চাল, এক কেজি তেল, ডাল, আলু, লবণ এবং সাবান।

মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‌নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় তিনশ পরিবারের মাঝে এই সহায়তা দেওয়া হবে আগামীকাল থেকে। ইতোমধ্যে তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে দ্রব্য-সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন