ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো স্পেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। যা করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেল ৩ হাজার ৪৩৪ জন। আর এর মধ্য দিয়ে করোনায় মৃতের সংখ্যার দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেল ইউরোপের দেশটি।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৭ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৬৭ জন।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯১ জনের। তবে আক্রান্তের সংখ্যার দিক থেকে অন্যান্য দেশের চেয়ে চীন এখনও এগিয়ে। চীনে এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ১৭৩ জন।

স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির উপ প্রধানমন্ত্রী কারমেন কালভোর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন