মিরপুরে লকডাউন হওয়া একটি ভবন থেকে আত্মীয় যাওয়া টাঙ্গাইলের তিনটি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে। এ নিয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের তিনটি পরিবারকে লকডাউন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফজলে এলাহী এ ঘোষণা দেন।
ফজলে এলাহী জানান, মিরপুরে লকডাউন হওয়া একটি বাসা থেকে এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেন। গত পাঁচ দিন ধরে তারা সেখানে অবস্থান করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। এ সময় মিরপুর থেকে আসা ব্যক্তির শ্বশুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি মিরপুরে লকডাউন হওয়া একটি বাড়ি থেকে পালিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। পরে ওই বাড়ির তিনটি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তারা বাড়ির বাইরে যেতে পারবেন না। তাদের খাবারের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লোক দিয়ে বাজার করে ওই পরিবারগুলোর কাছে হস্তান্তর করছেন।’
এর আগে রাজধানীর মিরপুরের টোলারবাগে গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এই ব্যক্তির চিকিৎসকও করোনা সংক্রমিত হয়েছেন। টোলারবাগের ওই ব্যক্তির মৃত্যুর পর দিন রবিবার রাতে তার এক প্রতিবেশী মারা যান।
আনন্দবাজার/শহক