রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জুতায় ৫ দিন বাঁচে করোনা

বাড়ির বাইরে, বিশেষ করে সুপারমার্কেট, বিমানবন্দর ও গণপরিবহনে যাতায়াত করার পর জুতা বাড়ির ভেতর নিলেই বাড়ে করোনা ঝুঁকি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুতার তলায় পাঁচ দিনের বেশি বাঁচে করোনা ভাইরাস।

বিশেষজ্ঞরা জানান, জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাসও বাদ যায় না। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় করোনা ভাইরাস পড়ে থাকলে জুতার মাধ্যমে তা আপনার ঘরে হাজির হতে পারে।

অস্ট্রেলিয়ার গবেষকরা জানান, জুতার তলায় লেগে থাকা জীবাণু হয়ে উঠতে পারে জীবণুনাশের কারণ। করোনা সংক্রমণ হয়নি এরকম পরিবারের লোকজনও মাস্ক কিংবা সুরক্ষা স্যুট পরে বাইরে বের হলেও কেবল জুতার কারণে ঝুঁকিতে পড়ে যায়।

করোনা সংক্রমণ এড়াতে বাসার ভেতরে আলাদা স্যান্ডেল ব্যবহার এবং বাইরে ব্যবহৃত জুতা বাসার ভেতরে না নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় বেড়েছে শাকসবজির দাম

সংবাদটি শেয়ার করুন