ভাবমূর্তি সংকটে পড়ে ক্ষতি পুষিয়ে নিতে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে অতিরিক্ত ৫শ’ কোটি ডলার খরচ করতে হবে।
এজন্য বোয়িং কর্তৃপক্ষকে আয় আর সঞ্চয় থেকে সাড়ে ৫শ’ কোটি ডলার খরচ করতে হবে। অর্থের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বার্থে ব্যবহার করা হবে।
ক্ষতি পুষিয়ে নিতে বিমান তৈরিও কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বোয়িং কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের শেষ প্রান্তিকে আবারো চলাচল শুরু করবে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স।
আগামী সপ্তাহেই আর্থিক বিবরণী প্রকাশ করবে বোয়িং। গেলো মার্চ ও অক্টোবরে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে ভাবমূর্তি সংকটে পড়ে বোয়িং। এরপর সফটওয়্যার সংস্কারে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।