আর কে তুহিন, আনন্দবাজার প্রতিবেদক
চলচ্চিত্রে নায়কের সঙ্গে প্রেম অন্তরঙ্গ মুহূর্ত দেখে বাস্তবের বিয়ে ভেঙ্গে গেলো এক নায়িকার। নায়ক-নায়িকার রোমান্টিক দৃশ্য দেখে উচ্ছ্বসিত হন সিনেপ্রেমীরা। কিন্তু বাস্তবের জীবন তো ভিন্ন। আর তাই হয়তো একটি চুম্বনদৃশ্যই কাল হলো নায়িকার!
তেলেগু চলচ্চিত্র ‘গীত গোবিন্দম’-এ অভিনয় করে ভারতের দক্ষিণী অঙ্গনে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন কন্নড় অভিনেত্রী রশ্মিকা মন্দনা। আর ছবি হিট হওয়ার পর পরই কন্নড় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন। সাম্প্রতিক খবর, রশ্মিকার সঙ্গে সেই বিয়ে ভেঙে দিয়েছেন রক্ষিত। বিয়ের ভাঙার কারণ, একটি চলচ্চিত্রে নায়কের সঙ্গে হবু স্ত্রীর ঘনিষ্ঠ দৃশ্য!
কয়েক মাস আগে মুক্তি পায় রশ্মিকার আসন্ন ছবি ‘ডিয়ার কমরেড’-এর টিজার। কিছুদিন আগে মুক্তি পায় ট্রেইলার। এর পরই ঘটে বিপত্তি।
ট্রেইলারে ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ খ্যাত নায়ক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে চুম্বনদৃশ্যে দেখা গেছে রশ্মিকাকে। আর সেটিই নাকি মানতে পারছেন না রশ্মিকার হবু স্বামী রক্ষিত শেঠি।