ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ানো হল ঢাবির ছুটি, স্থগিত ৭ কলেজের পরীক্ষা

করোনাভাইরাসের বিস্তার রোধে আরও ৯ দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাও আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্বঘোষিত ৩১ মার্চের পরিবর্তে আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাও। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এর আগে করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষা ও ক্লাস স্থগিত ছিল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন