ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: গাম্বিয়ায় বাংলাদেশি ইমামের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়ায় এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। ছয়টি দেশে ওয়াজ শেষ করে তিনি গাম্বিয়া সফররত ছিলেন। জানা যায়, দেশটিতে প্রাণঘাতী রোগটির প্রথম শিকার তিনি।

সোমবার (২৩ মার্চ) এএফপি জানায়, ৭০ বছর বয়সী ওই ইমাম গ্যাম্বিয়ায় করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি ছিলেন। গত ১৩ মার্চ তিনি প্রতিবেশী দেশ সেনেগাল থেকে গাম্বিয়ায় যান। রবিবার (২২ মার্চ) গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর কথা নিশ্চিত করে। দেশটির রাজধানী বানজুলের বুন্দুং মসজিদের বাসভবনে থাকতেন তিনি।

আরও জানা যায়, ডায়াবেটিসে আক্রান্ত ওই ইমামকে শুক্রবার হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন