তেল, চিনি ও ডালসহ নিত্য প্রয়োজনীয় পাঁচটি পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর। ভোক্তাদের এসব পণ্য নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। সোমবার (২৩ মার্চ) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, আমাদের হাতে তেল-চিনি-মসুর ডালের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ বিষয়ে ভোক্তার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। ক্রেতারা টিসিবির ট্রাক থেকে থেকে তা কিনতে পারবেন। যে পাঁচটি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হয়, সবগুলোরই পর্যাপ্ত মজুদ রয়েছে। এখন পর্যন্ত যে পণ্য আছে তা দিয়ে রজমান পর্যন্ত তো স্বাভাবিক কার্যক্রম চলবেই, বরং আরও বেশি সময় চলার মতো আমাদের মজুদ রয়েছে।
সাধারণ ছুটি ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ছুটির সময় টিসিবির কার্যক্রম চলমান থাকবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। মাত্র সিদ্ধান্ত হয়েছে। আমাদের মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেবে আমরা এখনও তা জানি না।
প্রতিটি মুদি দোকান থেকে শুরু করে সুপারশপের প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড় রয়েছে। এখনও অব্যাহত রয়েছে বাড়তি কেনাকাটা।
এদিকে আতঙ্কিত হয়ে বাড়তি ক্রয় প্রতিরোধে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৭টি টিম। তাদের ১২টি বাজার মনিটরিং করার কথা রয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দু’টি বাজার মনিটরিং টিমও বাজার তদারকিতে মাঠে রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস