ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় প্রাণ গেল আরও একজনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। এছাড়া নতুন করে এই ভাইরাসে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৩৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার (২৩ মার্চ) ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর পরিচালক জানান, করোনাভাইরাসে আরো একজন মারা গেছেন। ২৪ ঘন্টায় আরও ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মোট আইসোলেশনে আছেন ৫১ জন, যাদের মধ্যে করোনা উপসর্গ রয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন