ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রী আসছেন অনলাইন লাইভ ব্রিফিংয়ে

প্রথমবারের মতো স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রানঘাতী করোনা ভাইরাস নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং করবেন। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বিকেল ৩টার পরে অনুষ্ঠিত হবে লাইভ ব্রিফিংটি।

হেলথ মিনিস্ট্রি মিডিয়া উইং গ্রুপে অথবা হেলথ মিনিস্টার জাহিদ মালেক পেজের সাথে যুক্ত থাকতে হবে প্রোগ্রামের সাথে যুক্তহতে চাইলে। অনলাইন ব্রিফিং শুরু করার পর গ্রুপে প্রবেশ করে, যে মিডিয়াতে কর্মরত আছেন এবং গণমাধ্যমকর্মীর নাম কমেন্ট করার পর গণমাধ্যমকর্মীকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করা হবে। প্রধান এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।

আইইডিসিআর দেশে করোনা পরিস্থিতি নিয়ে আগে থেকেই সংবাদ সম্মেলন করছে। একদিন স্বাস্থ্যমন্ত্রীও এসেছিলেন সংবাদ সম্মেলনে। তবে প্রথমবারের মতো আজই থেকে অনলাইন লাইভ ব্রিফিংয়ের কথা জানিয়েছে আইইডিসিআর।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন