ঢাকা | শনিবার
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত চিকিৎসক

রোগীর চিকিৎসা করতে যেয়ে ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস আজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২২ মার্চ) তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে বলে জানা যায়। তিনি মিরপুরের টোলারবাগের এক করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা করেছিলেন। ডেলটা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক।

নিরুপম দাস জানান, রোববার তার (ওই চিকিৎসকের) ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি। খুব দ্রুতই তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হবে।

এদিকে এর আগে ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ৪ জন চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারণ গত ২০ মার্চ করোনায় আক্রান্ত মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশে গত ১৮ মার্চ করেনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ২১ মার্চ আরও একজনের মৃত্যু হয়। রবিবার (২২) মার্চ আরও একজনের মৃত্যু হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন