ঢাকা | শনিবার
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু

রাজধানীর মিরপুরের টোলারবাগে সম্প্রতি করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির পাশের বাড়ীর এক বাসিন্দা আজ রবিবার সন্ধ্যায় মারা গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল নেওয়ার পর সেখান থেকে জানানো হয় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে মারা গেছেন।

এর আগে রবিবার (২২ মার্চ) সকালে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তাঁর নমুনা সংগ্রহ করে।

জানা যায়, টোলারবাগের যে ব্যক্তি গতকাল শনিবার রাতে করোনাভাইরাসে মারা গেছেন তাঁর সঙ্গে আজকে যিনি মারা গেছেন তাঁর চলাফেরা ছিল। তিনি তাঁদের পাশের ভবনেই থাকতেন।

মৃত ব্যক্তির স্বজনরা জানান, ওই ব্যক্তির গত দুদিন ধরে খুব কাশি হচ্ছিল। কিছুই খেতে পারেনি দুদিন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার তাঁকে নিয়ে যাওয়া হলে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকেরা তাকে বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তাঁর নমুনা সংগ্রহ করে।

এদিকে রবিবার বিকেল থেকে তাঁর শরীর আরো খারাপ হতে থাকে। এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্স চালক তাঁকে হাসপাতালে নিতে অপারগতা জানান। পরে অন্য একটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ টোলারবাগের ওই বাসিন্দার খবর নিশ্চিত করেছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন