ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হওয়ার নতুন লক্ষণ চিহ্নিত

প্রানঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ গুলির সাথে আরও একটি লক্ষণ যোগ হয়েছে। ঘ্রাণশক্তি লোপ পাওয়াও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ।

রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই লক্ষণের কথা জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলেন, জ্বর, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, সর্দি, হাঁচি-কাশির সাথে ঘ্রাণশক্তিহীনতাও করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ।

ফ্রান্সের স্বাস্থ্য সেবার প্রধান জেরোমি সালমন জানান, নাক বন্ধ বা কোনও রোগ ছাড়াই কেও যদি হঠাৎ করে কিছুর ঘ্রাণ পাচ্ছে না তারা এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারেন।

তিনি আরও জানান, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়া মানুষের মধ্যে অনেকের অন্যসব লক্ষণ নেই কিন্তু তারা ঘ্রাণশক্তি হারিয়েছেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন