স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) অতি বয়স্ক ব্যক্তিদের ঘর থেকে বের না হবার আহ্বান জানিয়েছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ আহ্বান জানান। বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
তিনি এই আহ্বান জানিয়ে বলেন, অতি বয়স্করা ঘরেই থাকুন। বাইরে বের হবেন না প্রয়োজন না পড়লে। ভিড় এড়িয়ে চলুন।
তিনি বলেন, অতি বয়স্করা ঘরের মধ্যে থাকুন। প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। ভিড় এড়িয়ে চলুন এবং অপরিচিত কেউ যদি বাসায় আসে বা বাইরে থেকে কেউ এসেছেন এমন কারও কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। এর মধ্যে আক্রান্ত হয়েছেন এমন রোগী থেকে দূরে থাকুন।
আইইডিসিআরের পরিচালক আরও বলেন, অসুস্থ হলে ঘরে থাকুন, শিষ্টাচার মেনে চলুন। বাইরে যেতেই হলে মাস্ক পড়ে যান। সবার সাথে কোলাকুলি করা এবং করমর্দন থেকে বিরত থাকুন।
আনন্দবাজার/এস.কে