প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা না মেনে কোচিং করানোর দায়ে বরিশাল টাউন স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় ব্যাপারীকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।
জেলা প্রশাসক এমএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নির্দেশ না মেনে কোচিং করানোর দায়ে প্রধান শিক্ষককে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সদর রোড এলাকায় অভিযান চালিয়ে এ্যাপলো ডায়াগনস্টিক কমপ্লেক্সের নিচে রাজিয়া মেডিকেল হলে অধিক মূল্যে মাস্ক বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে মালিক রাসেলেকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আনন্দবাজার/এস.কে