ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় স্পেনে এক দিনে মৃত্যু ৩৯৪ জনের

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে এক দিনে মারা গেছে ৩৯৪ জন। দেশটির গণমাধ্যম এর বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আল জাজিরার সংবাদে বলা হয়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্পেনেও করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ গেছে ৩৯৪ জনের। এ নিয়ে দেশটিতে করোনার থাবায় প্রাণ গেলে ১৭২০ জনের। একদিন আগেও দেশটিতে মৃতের সংখ্যা ছিল ১৩২৬ জন।

আল জাজিরার সংবাদে আরও বলা হয়, একদিন আগে গত শনিবার পর্যন্ত স্পেনে মোট ২৪৯২৬ জন আক্রান্ত ছিল এবং একদিন পরেই রবিবার এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫৭২ জনে।

উল্লেখ্য, সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে ৩ লক্ষ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজারের বেশি। এ পর্যন্ত সারা বিশ্বে ১৭১টি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে চীনের চেয়েও করোনায় আক্রান্ত হয়ে বেশি মারা গেছে ইতালিতে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন