ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার ওষুধ উৎপাদন করতে যাচ্ছে ইরান

চীনে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ উৎপাদন শুরু করছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আলী রাজ্জাজান।

আলী রাজ্জাজান জানান, এরইমধ্যে ওষুধটির কাঁচামাল পৌঁছেছে ইরানে। শুল্ক বিভাগ থেকে ছাড়িয়ে আনার পর দুই দিনের মধ্যে ওষুধটির উৎপাদন শুরু করা হবে।

রাজ্জাজান আরও জানান, চীনে করোনা রোগীদের চিকিৎসায় ওষুধটি সফলতা অর্জন করেছে। ভাইরাসরোধী একটি ওষুধ এটি এবং করোনার চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথে এটিও ব্যবহার করা হবে ইরানে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নির্মূলের চেষ্টা করছে প্রতিনিয়ত। ইরানের বিশেষজ্ঞরা করোনা মোকাবিলায় করা গবেষণা কাজে দিচ্ছে বিশ্বের বহু দেশে।

৩৫ দেশ লকডডাউন হয়ে আছে করোনা ভাইরাস রোধে। ইরান মৃত্যুর দিক থেকে রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে মৃত্যুর হার আট দশমিক ছয় শতাংশ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন