ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সফলভাবে করোনার টিকা প্রয়োগ করল চীন

পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু করেছে চীন। চীনের সামরিক বিজ্ঞানীদের তৈরি কোভিড-১৯’র এই টিকা শুক্রবার স্বেচ্ছাসেবীদের দেয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনা সংবাদমাধ্যম জানায়, চীনা গণমুক্তি ফৌজ সামরিক চিকিৎসা একাডেমির একটি গবেষণা দল এ টিকা তৈরি করেছে। গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন জৈব হুমকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ চেন উই। ইবোলার টিকা তৈরির সফলতার ভিত্তিতে কোভিড-১৯’এর টিকা তৈরির কাজ করা হয়। স্থানীয় কয়েকটি কম্পানির সহায়তায় এ টিকা তৈরি করা হয়েছে।

স্বেচ্ছাসেবীদের প্রথম দলের প্রত্যেকে উহানের অধিবাসী। ১৮ থেকে ৬০ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে চারভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগে রাখা হয়েছে ৩৬ জন করে।

টিকা দেয়ার পর ১৪ দিন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর টিকার প্রভাবে তাদের শরীরে কোনও খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নির্ণয়ের জন্য গবেষকরা ছয় মাস তাদের ওপর নজর রাখবেন।

এর আগে মার্কিন গবেষকরা প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষামূলকভাবে দেন করোনাভাইরাসের টিকা। এর মাত্র ১৯ ঘণ্টা পরই চীনের টিকা পরীক্ষামূলকভাবে দেয়ার অনুমতি লাভ করে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন