প্রানঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে নিরাপদে রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একটি বার্তা পরিষেবা চালু করেছে। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সাথে এই পরিষেবা চালু করেছে ডব্লিউএইচও।
এই বার্তা পরিষেবাটি প্রায় দুই বিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে। যার কারণে ডব্লিউএইচও মানুষের কাছে সহযেই প্রয়োজনীয় তথ্য সরাসরি পৌঁছাতে পারবে।
এই বার্তা পরিষেবাটি করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষতম সংবাদ এবং তথ্য সরবরাহ করবে সবার কাছে। করোনা ভাইরাসের লক্ষণগুলো বিস্তারিতভাবে এবং কীভাবে মানুষ নিজেকে ও অন্যকে প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে জানানো হবে এই বার্তা পরিষেবাটির মাধ্যমে।
১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও। প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে। বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
আনন্দবাজার/এস.কে

