বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক সংকটে প্রায় ৩ ঘণ্টা আটকে ছিলেন ভারত ফেরত সহস্রাধিক পাসপোর্টধারী যাত্রী। এই সময়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মহাসিন জানান, ভোর ৬টায় আসার কথা চিকিৎসকদের। তবে তারা ঠিক সময়ের তিন ঘণ্টা পরে আসেন। তাই যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত মেডিকেল অফিসার নাজিম উদ্দনি বলেন, তাদের যশোর থেকে এসে অফিস করতে হয়। বাস সংকটের কারণে ভোরে আসতে দেরি হচ্ছে।
সাধারণ যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ভারত থেকে ফিরছেন বাংলাদেশিরা। ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর যাত্রীদের প্রবেশের আগে একটি স্বাস্থ্য পরীক্ষার ফরম পূরণ করে মেডিকেল অফিসারের স্বাক্ষর নেয়া বাধ্যতা মূলক করা হয়েছে।
তারপর ইমিগ্রেশন পুলিশ ফরমটি দেখে যাত্রীদের প্রবেশের অনুমতি দিচ্ছেন। তবে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দেরিতে আসায় যাত্রীরা আটকে পড়েন।
আনন্দবাজার/এস.কে