বলা হচ্ছে আতঙ্ক না ছড়িয়ে সচেতন হতে। আতঙ্ক ছড়িয়েও তো দেখছি লোকজনকে ঘরমুখী করা যাচ্ছেনা। আজ ঢাকা থেকে ফেরার পথে দেখলাম কেউ সচেতন নয়, একজনও নয়, সবার চলাফেরা আগের মতোই। তখন আমার মনে হলো আমার আশংকা কী তাহলে অমূলক, আমি কী তবে ভুল! করোনা নিয়ে উদ্বেগ কী শুধু ফেসবুকেই! তা না হলে মানুষ এতো উদাসীন কেন!
আমি যতটুকু বুঝি মানুষকে ঘরে ঢুকানো ছাড়া করোনা প্রতিরোধ করার দ্বিতীয় কোনো পথ নাই। বাঙালির স্বভাব বিশ্লেষণ করে যা বুঝি, এদের পথে আনতে হলে লাঠির কোনো বিকল্প নাই।
আনন্দবাজার/শিহাবুন সাকিব




