বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নভেল করোনায় আক্রান্ত জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী

জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মার্জ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মুখপাত্র সম্প্রতি সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া মার্জ নিজেও এক টুইট বার্তায় তার করোনার ফলাফল পজেটিভ আসার বিষয়টি উল্লেখ করেছেন।

তবে তিনি জানিয়েছেন, তার করোনায় আক্রান্তের লক্ষণ খুব গুরুতর নয়। হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে তার শরীরে।

এদিকে জার্মানিতে নতুন করে ২ হাজার ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের মোট রোগীর সংখ্যা ৯ হাজার ৩৬৭। অপরদিকে দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৯ জন নাগরিক। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৬। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন জার্মানি।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  স্থলমাইন বিস্ফোরণে আফগানিস্তানে ১৪ জন নিহত

সংবাদটি শেয়ার করুন