ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আতঙ্ক ছড়ানো দায়ে শ্রীপুরে একজন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়ানোর কারণে আনোয়ার হোসেন (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযুক্ত আনোয়ার হোসেন শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি (ছাপিলাপাড়া) গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) এখলাস উদ্দিন জানান, অভিযুক্ত আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্কুল শিক্ষিকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে পোষ্ট দিয়ে গুজবের জন্ম দেন।

এতে করে অনেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আজ (১৭ মার্চ) মঙ্গলবার দক্ষিণ ভাংনাহাটি এলাকা থেকে বিকেল ৩ টার দিকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষন দাস জানান ,শ্রীপুরে এখনো কোন করোনা রোগী শনাক্ত হয়নি। একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াস হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন