ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্রিটিশদের ১৪৪ ধারা ভঙ্গ করেন বঙ্গবন্ধু

চট্টগ্রামের সাথে বঙ্গবন্ধুর রাজনৈতিক সম্পর্ক গড়ে ১৯৪৩ সালে। সেই থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ইতিহাসের বাঁকে বাঁকে জড়িয়ে আছে চট্টগ্রাম। চল্লিশের দশকের প্রথম দিকে মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, মুসলিম ছাত্রলীগসহ বিভিন্ন প্রেক্ষাপটে চট্টগ্রামের কিছু তরুণের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্ক গড়ে ওঠে। এর পেছনে চট্টগ্রামের রাজনীতির কিংবদন্তি মরহুম এম এ আজিজ ও জহুর আহমদ চৌধুরীর অবদান পাহাড়সম। বঙ্গবন্ধুর অবিচল আস্থা ছিল এ দুই মহারথীর ওপর।

চট্টগ্রামের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের সূচনা মরহুম জহুর আহমদ চৌধুরীর মাধ্যমে হয়। এর প্রামাণ মেলে বঙ্গবন্ধুর লেখনিতে। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘শহীদ (সোহরাওয়ার্দী) সাহেবের বাড়িতে দুই দল (অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগ) বসেও যখন আপস হলো না, তখন ইলেকশনে লড়তে হবে। ফজলুল কাদের চৌধুরী সাহেব চট্টগ্রাম জেলা মুসলিম লীগ, ছাত্রলীগকর্মীদের সাহায্য নিয়ে দখল করতে সক্ষম হলেন। খান বাহাদুররা জেলা লীগ কনফারেন্সে পরাজিত হলেন। ১৯৪৩ সাল থেকে চট্টগ্রামের এ কর্মীদের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। আজ পর্যন্ত সে বন্ধুত্ব অটুট আছে।’
১৯৪৩ সালে থেকে বঙ্গবন্ধুর সাথে চট্টগ্রামের রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠলেও দ্রুতই তা পোক্ত হয়ে ওঠে। মাত্র দুই বছরের মাথায় ১৯৪৫ সালে জহুর আহমদ চৌধুরী ও এম এ আজিজকে নিয়ে চট্টগ্রামে ব্রিটিশদের ১৪৪ ধারা ভঙ্গ করেন বঙ্গবন্ধু।

জহুর আহমদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদে ১ জুলাই ১৯৭৪, বিকাল ৩টা ৩০ মিনিট উত্থাপিত শোক প্রস্তাবের ওপর বঙ্গবন্ধুর বক্তব্যে এ ঘটনার বিষয়ে জানা যায়।
সেদিন বক্তব্য রাখতে গিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘১৯৪৩ সালে তার (জহুর আহমদ চৌধুরী) সাথে আমার প্রথম দেখা হয়। ১৯৪৫ সালে চট্টগ্রামে যখন ১৪৪ ধারা ভঙ্গ করি, তখন জহুর আহমদ চৌধুরীর মতো এম এ আজিজও আমার সাথে ছিলেন। একদিনের জন্যও তিনি এ দেশের জনসাধারণ এবং তাদের ন্যায্য দাবির সংগ্রাম থেকে দূরে সরে দাঁড়ান নাই।’

সেই ধারাবাহিকতায় ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং পরের বছর আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্যোগেও বঙ্গবন্ধুর সঙ্গে সামনের সারিতে ছিলেন চট্টগ্রামের নেতারা। সংগঠন গঠনের লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফরের শুরুতেই ঢাকার বাইরে সর্বপ্রথম চট্টগ্রাম আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৯ সালে ঢাকায় আওয়ামী মুসলিম লীগ গঠনের পর প্রথম যে দু-একটি জেলায় কমিটি গঠিত হয়েছিল, তার মধ্যে চট্টগ্রাম ছিল অন্যতম।

সেই ইতিহাসও লিপিবদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে। তিনি লিখেছেন, ‘…আমরা এখনও জেলা কমিটিগুলো গঠন করতে পারিনি। তবে দু-একটি জেলায় কমিটি হয়েছিল। চট্টগ্রামে এম এ আজিজ ও জহুর আহমদ চৌধুরীর নেতৃত্বে এবং যশোরে খড়কির পীর সাহেব ও হাবিবুর রহমান অ্যাডভোকেটের নেতৃত্বে।’

পরে আরও স্পষ্ট করে লিখেছেন, ‘নোয়াখালীতে আবদুল জব্বার খদ্দর সাহেব জেলা কমিটি গঠন করেছেন। চট্টগ্রামের আবদুল আজিজ, মোজাফফর (সালারে জিলা শেখ মোজাফফর আহমদ-লেখক), জহুর আহমদ চৌধুরী ও কুমিল্লায় আবদুর রহমান খান, লাল মিঞা ও মোশতাক আহমদ আওয়ামী লীগ গঠন করেছেন।’

আনন্দবাজার/রনি/ম

সংবাদটি শেয়ার করুন