“আতঙ্ক নায়, আসুন সচেতন হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধুমঞ্চ শাখা লিফলেট বিতরণ সহ সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছে।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন থেকে শুরু করে,ডায়না চত্বর, প্রশাসনিক ভবন সহ সকল একাডেমিক ভবনে লিফলেট বিতরণ করে দৈনিক অধিকারের সহ- সংগঠন বন্ধুমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
এসময় উপস্থিত ছিলেন বন্ধুমঞ্চের সভাপতি মাহমুদুল হাসান কবীর, সাধারণ সম্পাদক নূরানী নাহরিন মিম, সহ সভাপতি মুরতুজা হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃআমিনুল হাসান, অর্থ সম্পাদক তাসনিমুল হাসান,সহ-সভাপতি সম্পাদক প্রিতম মজুমদার, দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, পাঠচক্র সম্পাদক নুসরাত জাহান তন্দ্রা, সহ- প্রচার সম্পাদক সোহানুর রহমান,সহ- সাংস্কৃতিক সম্পাদক ফারহানা নওশিন তিতলী, সদস্য শাহীন আলম, শাহরিয়ার কবীর রিমন সহ আরও অনেকে।
এবিষয়ে ‘বন্ধুমঞ্চ’ এর সভাপতি মাহমুদুল হাসান কবীর বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি রুপ নিয়েছে যা ১৫০ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিদেশ ফেরত অনেক বাংলাদেশীকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় আতঙ্কিত না হয়ে ক্যাম্পাসে ‘বন্ধুমঞ্চ’ প্রচার পত্র বিতরণ করেছে। এ ভাইরাসে আতঙ্কিত না হয়ে আমাদের সচেতনতাই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।
আনন্দবাজার/এম.কে